হোম > সারা দেশ > চট্টগ্রাম

পতেঙ্গা সৈকতে ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নাসির উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন ফিশারিঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। আজ রোববার র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

নাসির কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে।

র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, আসামি নাসির পতেঙ্গা সৈকত এলাকার একজন ফাস্টফুড ব্যবসায়ী। ২০১৫ সালের মার্চ মাসে আরেক আসামি নয়ন তাঁর প্রেমিকাকে নিয়ে পরিকল্পিতভাবে পতেঙ্গা সৈকত এলাকায় বেড়াতে আসেন। এ সময় নয়ন ও তাঁর বন্ধু নাসির মিলে মেয়েটিকে সৈকতের নির্জন স্থানে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যান।

ওই ঘটনায় ভুক্তভোগী মেয়েটি পতেঙ্গা থানায় দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। চলতি বছরের ১৯ মে আদালত দুজনকে যাবজ্জীবন ও ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।

নুরুল আবছার বলেন, অপরাধের ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ফিশারিঘাট এলাকায় নাসিরের অবস্থানের তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কক্সবাজারের কুতুবদিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে আরও একটি মামলা রয়েছে বলে জানান তিনি।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ