হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্যা–পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছি: চট্টগ্রামে স্থানীয় সরকার উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বন্যা–পরবর্তী সময়ে গ্রামের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে শহরে যোগাযোগ রক্ষা করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। আজ রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতে বেশি জোর দেওয়া হচ্ছে জানিয়ে এ এফ হাসান আরিফ বলেন, ‘বন্যা হয়ে গেছে। সেটা নিয়ে আর আক্ষেপ-আহাজারি না করে আগামীতে এ বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। জেলা প্রশাসন, ওয়াসা, স্থানীয় সরকার, সিটি করপোরেশন, পল্লী উন্নয়নসহ জনগণকে সেবা দেওয়ার সব প্রতিষ্ঠান একযোগে কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে যদি একটি সমন্বিত উদ্যোগ না থাকে তাহলে এগুলো সম্ভব হয় না। সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।’

স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, ‘রাস্তাঘাট সংস্কার, বাজেটের স্বল্পতা, বন্যা–পরবর্তী পরিস্থিতি, মানুষের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। রাস্তা যেগুলো বেশি ক্ষতি হয়েছে, সেগুলো তাড়াতাড়ি সংস্কার করতে হবে। গ্রাম থেকে শহরে যোগাযোগ রক্ষা করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামের একটি ডিম, মুরগি বা শাকসবজি তখনই শহরে আসতে পারবে, যখন রাস্তাঘাট ঠিক থাকবে। রাস্তাঘাট মেরামতের ওপর বেশি জোর দিচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম ও জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন