Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে নিহত ১ 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে নিহত ১ 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছে। ওই ব্যক্তি ট্রান্সফরমার চুরি করতে গিয়ে সেটি বিস্ফোরিত হলে বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা। তাঁর আনুমানিক বয়স ৩৮ বছর। গতকাল রোববার রাত ১২টার দিকে সিরাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাবীবপুর গ্রামে থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করার সময় এ ঘটনা ঘটেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। 

স্থানীয়রা জানান, রাত পৌনে ১০টার দিকে উপজেলার হাবীবপুর গ্রামের সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের শব্দ শোনেন তাঁরা। এগিয়ে গেলে দেখতে পান ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। তাঁদের ধারণা নিহত ব্যক্তি ট্রান্সফরমার চুরি করতে ওঠেন। তিনি একজন পেশাদার ট্রান্সফরমার চোর। খুঁটিতে থাকা ট্রান্সফরমার খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে খুঁটির নিচে পড়ে যান। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত টেস্টার, প্লাস ও রেঞ্জ উদ্ধার করা হয়েছে। অন্য কোনো এলাকা থেকে এখানে চুরি করতে এসেছিলেন।

‘পাহাড়খেকো’ জসিম তিন মামলায় গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে বিপুল পণ্যসহ আটক ২

প্লাস্টিক-পলিথিনের বিনিময়ে আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

বাঁশখালীতে কাদায় আটকে গেল দলছুট হাতি, ১০ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

সেন্ট মার্টিনে জন্ম নেওয়া ৬৬৯টি কচ্ছপছানা সাগরে ফিরল

চট্টগ্রামে বৈষম্যবিরোধী সমন্বয়ক পরিচয়ে বাসায় ঢুকে দুজনকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ৪

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন বিএনপির ৩ নেতা

অভয়াশ্রমে জাটকা শিকার, আটক ১১ জেলে

নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখমের অভিযোগে যুবক আটক