Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ার ২৪৪০ স্থানীয় পরিবারকে আরব আমিরাতের সহায়তা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

উখিয়ার ২৪৪০ স্থানীয় পরিবারকে আরব আমিরাতের সহায়তা

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি কক্সবাজারের উখিয়া সফর করেছেন। আজ মঙ্গলবার দুপুরে তিনি উখিয়ায় পৌঁছে কুতুপালং উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে রাজাপালং ৯ নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন।

এ সময় রাষ্ট্রদূত, আমিরাত রেড ক্রিসেন্ট ও ইউএইএইডের অর্থায়নে ২ হাজার ৪৪০ স্থানীয় পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির সূচনা করেন।

রাষ্ট্রদূত আজকের পত্রিকাকে বলেন, ‘রোহিঙ্গা সংকটের শুরু থেকেই সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য খাবার, আশ্রয় ও স্বাস্থ্য সুরক্ষার জন্য জরুরি ত্রাণ সহায়তা দিয়ে আসছে।’

রোহিঙ্গাদের পাশাপাশি আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিতদেরও পাশে থাকার উদ্যোগ নিয়েছে আরব আমিরাত বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। 

রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ানোয় বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র আরব আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা।’

অনুষ্ঠানে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দীন, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন, আরব আমিরাত দূতাবাসের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

পরে রোহিঙ্গা ক্যাম্পে সংক্ষিপ্ত সময় অবস্থান করেন রাষ্ট্রদূত। বিকেলে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।

চাঁদপুরে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা

চট্টগ্রামে দোকানের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

আনোয়ারায় ঋণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ, শাশুড়িকে পিটিয়ে হত্যা

ধর্ষণের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

পুলিশ পরিচয়ে বান্দরবানে রাবার গোডাউনে ডাকাতি, আটক ১

খাগড়াছড়িতে মালিকের বাড়ি থেকে শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার

ধর্ষণের দায়ে ৪ যুবকের যাবজ্জীবন

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় নৈশপ্রহরী নিহত

নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

সাহরিতে খাবার গরম করতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬