হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁধের জলকপাট খোলার পর স্রোত বেড়েছে কর্ণফুলীতে, ফেরি চলাচল বন্ধ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কর্ণফুলী নদীতে স্রোত বেশি থাকার কারণে আজ রোববার সকাল ৮টা থেকে চট্টগ্রামের চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার অংশ থেকে কোনো ফেরি ছাড়েনি। ফলে এই পথ দিয়ে রাঙামাটি-বান্দরবান ও রাঙামাটি-রাজস্থলী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। 

এদিকে ফেরি না চলায় বিপাকে পড়েন এই রুটে চলাচলকারী শত শত যাত্রী।  বিকল্প হিসেবে ইঞ্জিনচালিত নৌকায় নদী পার হয়ে গন্তব্যে যাচ্ছেন তাঁরা। এ ছাড়া কিছু গাড়ি ঘুরপথে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতু ব্যবহার করে চলাচল করছে।

আজ বেলা ২টায় চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় গিয়ে কথা হয় এই রুটে চলাচলকারী যাত্রী মো. জাহিদুল ইসলাম, মো. বেলাল উদ্দিন, মো. লিয়াকত আলীসহ অনেক যাত্রী ও চালকের সঙ্গে। তাঁরা জানান, সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে তাঁদের।

চন্দ্রঘোনো ফেরিঘাট এলাকা পরিদর্শনে আসা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) রাঙামাটির সুপারভাইজার রবিজয় চাকমা বলেন, কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ে দিয়ে আজ সকাল থেকে পানি ছাড়ার ফলে কর্ণফুলীর স্রোত বেড়ে গেছে। এর ফলে ফেরি চলাচল নিরাপদ না হওয়ায়, কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৮টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে পানির স্রোত কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। 

তিনি আরও বলেন, এমনিতেও কর্ণফুলী নদীতে জোয়ার হলে পন্টুনের সিঁড়িতে পানি উঠে ডুবে যায়। ফলে কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ থাকে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ