হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁধের জলকপাট খোলার পর স্রোত বেড়েছে কর্ণফুলীতে, ফেরি চলাচল বন্ধ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কর্ণফুলী নদীতে স্রোত বেশি থাকার কারণে আজ রোববার সকাল ৮টা থেকে চট্টগ্রামের চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার অংশ থেকে কোনো ফেরি ছাড়েনি। ফলে এই পথ দিয়ে রাঙামাটি-বান্দরবান ও রাঙামাটি-রাজস্থলী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। 

এদিকে ফেরি না চলায় বিপাকে পড়েন এই রুটে চলাচলকারী শত শত যাত্রী।  বিকল্প হিসেবে ইঞ্জিনচালিত নৌকায় নদী পার হয়ে গন্তব্যে যাচ্ছেন তাঁরা। এ ছাড়া কিছু গাড়ি ঘুরপথে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতু ব্যবহার করে চলাচল করছে।

আজ বেলা ২টায় চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় গিয়ে কথা হয় এই রুটে চলাচলকারী যাত্রী মো. জাহিদুল ইসলাম, মো. বেলাল উদ্দিন, মো. লিয়াকত আলীসহ অনেক যাত্রী ও চালকের সঙ্গে। তাঁরা জানান, সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে তাঁদের।

চন্দ্রঘোনো ফেরিঘাট এলাকা পরিদর্শনে আসা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) রাঙামাটির সুপারভাইজার রবিজয় চাকমা বলেন, কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ে দিয়ে আজ সকাল থেকে পানি ছাড়ার ফলে কর্ণফুলীর স্রোত বেড়ে গেছে। এর ফলে ফেরি চলাচল নিরাপদ না হওয়ায়, কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৮টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে পানির স্রোত কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। 

তিনি আরও বলেন, এমনিতেও কর্ণফুলী নদীতে জোয়ার হলে পন্টুনের সিঁড়িতে পানি উঠে ডুবে যায়। ফলে কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ থাকে।

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

সেকশন