আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বিয়ের মাত্র ৪ দিনের মাথায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তাসলিমা আক্তার (২০) নামে এক নববধূকে জবাই করে হত্যা করার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর পলাতক রয়েছেন নিহতের স্বামী আব্দুল হামিদ। আজ মঙ্গলবার উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নববধূ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব গ্রামের আব্দুর রাজ্জাক কন্যা। ঘাতক স্বামী আখাউড়া উপজেলার হিরাপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল হামিদুল (২৮)।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তাসলিমাকে উঠিয়ে আনেন আব্দুল হামিদুল। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মাঝে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। তারই জেরে আজ (মঙ্গলবার) দুপুরে ধারালো ছুরি দিয়ে তাছলিমাকে গলা কেটে হত্যা করে ঘাতক স্বামী।