হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

চকরিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়াছড়া স্টেশনের অদূরে ময়লার ডাম্পিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চকরিয়া পৌরসভার সাবেতপাড়া মনুর আলমের ছেলে অটোরিকশাচালক শহীদুল ইসলাম সোহেল (২৭) ও একই গ্রামের কামাল হোসেনের ছেলে মোহাম্মদ নুরুল্লাহ (২৫)।

চিরিংগা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, এসআই এন্টারপ্রাইজ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৭০৪১) একটি যাত্রীবাহী বাস কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

আজ বিকেল সাড়ে ৫টার দিকে বাসটি উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়াছড়া স্টেশনের অদূরে ময়লার ডাম্পিং স্টেশন এলাকায় পৌঁছালে চকরিয়া পৌর শহরগামী যাত্রীবাহী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সিএনজি ও বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে চিরিংগা হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এতে সিএনজিতে থাকা ছাগলও মারা যায়।

এ ব্যাপারে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, ‘যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ