কক্সবাজারের শতাধিক হোটেল আশ্রয়কেন্দ্র ঘোষণা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২৩, ১৭: ২৭

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজারের দিকে ধেয়ে আসছে। সর্বশেষ ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাব থেকে জানমাল রক্ষায় কক্সবাজার শহরের ১১২টি হোটেল-মোটেল ও রিসোর্টকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা দ্রুত আঘাত হানার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস সমিতি থেকে ৫৫টি হোটেল আশ্রয়ণকেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। হোটেলের নাম ও মোবাইল নম্বরসহ আমরা প্রকাশ করেছি। মোখার ঝুঁকিতে থাকা লোকজন এখানে আশ্রয় নিতে পারবেন।

এদিকে কলাতলী মেরিন ড্রাইভ হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সমিতির ৫৭টি হোটেল-রিসোর্ট আশ্রয়ণকেন্দ্র ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া সেন্টমার্টিনের সব হোটেল-রিসোর্ট আশ্রয়ণকেন্দ্র ঘোষণা করা হয়েছে বলে  জানিয়েছেন দ্বীপের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।

ঘনকুয়াশায় লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে বন্ধের ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

লাইটার জাহাজে পণ্য পরিবহন: সিরিয়াল সিস্টেমে বছরে ১২০০ কোটি চাঁদাবাজি

টাকার জন্য ইউপি সদস্য আরিফকে অপহরণ করে হত্যা: পিবিআই

লক্ষ্মীপুরের জনেশ্বরদিঘিতে পরিযায়ী পাখির বিচরণ