প্রেম ঘটিত কারণে মিরসরাইয়ে আব্দুল আউয়াল বাকের (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়িতে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী।
নিহত শিক্ষার্থীর আব্দুল আউয়াল বাকের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে। সে উপজেলার নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিল।
নিহতের স্বজনেরা জানান, আব্দুল আউয়াল বাকেরের সঙ্গে নাহেরপুর উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েকে নিয়ে সে কয়েক দিনে আগে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ঘুরতে গিয়েছিল । বিষয়টি তখন মেয়ের ভাই দেখে ফেলে। গত সোমবার বাকের ওই মেয়ের সঙ্গে আবার দেখা করতে যায়। তখন মেয়ের ভাই ও বন্ধুরা মিলে বাকেরকে মারধর করে। এ সময় মেয়েটিও প্রেমের সম্পর্ক অস্বীকার করে।
বাকেরের বড় বোন আরবের নেছা আনিকা বলেন, আমার ভাইয়ের সঙ্গে তার স্কুলের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির প্রেমের সম্পর্ক অস্বীকার করায় আমার ভাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করে।
জোরারগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে সকাল ১১টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।