নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অনেক পরিচ্ছন্নতাকর্মীকে আসামি করা হয়েছে উল্লেখ করে নিরীহ কাউকে গ্রেপ্তার না করার অনুরোধ করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ সোমবার সকালে নগরীর ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড পরিদর্শনে গিয়ে মেয়র এই অনুরোধের কথা বলেন।
মেয়র শাহাদাত বলেন, ‘কিছুদিন আগে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আমি পরিষ্কার বলতে চাই, অতিদ্রুত খুনি-সন্ত্রাসীদের চিহ্নিত করতে হবে। সন্ত্রাসী যে–ই হোক, সে যদি সিটি করপোরেশনের কেউ হয়ে থাকেন, তাঁকে অবশ্যই গ্রেপ্তার করবে।’
মেয়র আরও বলেন, ‘তবে আমি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি, যেন করপোরেশনের কোনো নিরীহ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার না হয়, সেটা নজরে রাখতে হবে। আমাদের পরিচ্ছন্নতা বিভাগের যেসব কর্মচারী দিন–রাত পরিশ্রম করে চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন রাখছে, তারা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে।’
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের ঘটনায় তাঁর অনুসারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে আদালতের অদূরে সেবক কলোনির মুখে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত।
আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ২৯ নভেম্বর দিবাগত রাতে কোতোয়ালি থানায় ৩১ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের বাবা জামাল উদ্দিন। মামলায় নাম উল্লেখ করা আসামিদের দু-একজন বাদে সবাই চসিকের পরিচ্ছন্নতাকর্মী। মামলায় পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে।