১২ ঘণ্টা পার হলেও চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতের চরে আটকে যাওয়া সরকারি দপ্তরের জিপ গাড়িটি উদ্ধার হয়নি। আজ শনিবার সকালে পারকি সমুদ্রসৈকতের চরে আটকে যায় এ জিপ গাড়ি। গাড়ির সামনে জরুরি তেল-গ্যাস অনুসন্ধান কাজে নিয়োজিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে স্টিকার রয়েছে।
জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পটিয়া অফিসে ১২ জন কর্মকর্তা দুই গাড়ি (ঢাকা মেট্রো ঘ-১১-১৩৩৩) ও (ঢাকা ল-৭৮) নিয়ে ভ্রমণে জন্য পারকি সমুদ্রসৈকতে আসেন। সৈকতে নামার পর জিপ গাড়ি (ঢাকা-ল ৭৮) বালুতে আটকে যায়। সন্ধ্যা সাড়ে ৬টা ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার না করায় পানিতে ভাসছে সরকারি এই গাড়িটি।
কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘সকালে সরকারি স্টিকারযুক্ত একটি গাড়ি পারকি সৈকতের চরে নামলে বালুতে আটকে যায়। সৈকতের চরে গাড়ি নামানো একদম নিষেধ রয়েছে, কিন্তু কেন গাড়িটি নামিয়েছে সেটা বুঝতে পারছি না।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘পারকি সমুদ্রসৈকতের চরে গাড়ি আটকে যাওয়ার ঘটনাটি শুনেছি। বিষয়টি দেখা হচ্ছে।’