Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিআরবিতে হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে অটল থাকব: ভারপ্রাপ্ত সভাপতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সিআরবিতে হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে অটল থাকব: ভারপ্রাপ্ত সভাপতি

সিআরবিতে হাসপাতাল নির্মাণ ইস্যুতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে অটল থাকবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সাবেক গণপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল হারুণের স্মরণসভায় যোগ দিয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, `সিআরবিতে হাসপাতালে নির্মাণ বিষয়ে কোনো কোনো গণমাধ্যম অনুমাননির্ভর খবর প্রচার করছে। বলা হচ্ছে, সিআরবি ইস্যুতে আমি মিলে গেছি। এটা সত্য নয়। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আমারও দায়িত্ব রয়েছে। দলের কেউ যদি ভুল পথে যান, তাঁকে বুঝানোর দায়িত্বও আমার আছে, তাই বলে বিভ্রান্তি ছড়াবেন না।' তিনি সিআরবিতে হাসপাতাল নির্মাণ ইস্যুতে কারও সাথে কোনো ভুল বুঝাবুঝি হয়নি বলেও মন্তব্য করেছেন। 

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন চৌধুরী এমপি বলেছেন, সিআরবিতে হাসপাতালের বিষয়ে প্রধানমন্ত্রীর কনসার্ন আছে। এটা সরকারের প্রকল্প। আমরা এর পক্ষেই থাকব। এর বিরুদ্ধে যার খুশি সেই আন্দোলন করুক। 

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা প্রমুখ। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার