হোম > সারা দেশ > চাঁদপুর

জনগণ দিনের ভোট রাতে দেখতে চায় না: চরমোনাই পীর

চাঁদপুর প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা শক্ত অবস্থানে আছেন। কেউ যদি রাতে ভোট দেওয়ার নিয়ম করেন, তাহলে বলতে চাই আমরা প্রস্তুত রয়েছি। দেশের জনগণ আর দিনের ভোট রাতে দেখতে চায় না।’

রেজাউল করীম আরও বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন আসছে। সরকার যদি সুষ্ঠু নির্বাচন না দেয়, তাহলে নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত আমরা নিতে পারি। মানুষের ভোটের, ভাতের ও শ্রমের অধিকার প্রতিষ্ঠার কথা বলে জনগণকে জিম্মি করে ভোটের অধিকার, নাগরিক ও মৌলিক অধিকার হরণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার স্লোগানধারীরাই প্রকৃত শোষক হিসেবে চিহ্নিত হয়েছে। এসব স্লোগানধারীদের প্রতিহত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে।’ 

আজ বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন। 

রেজাউল করীম বলেন, ‘মালিক-শ্রমিকদের সম্পর্ক হবে ভাই ভাই। সে সম্পর্ক কি আমাদের সমাজে আছে? স্বাধীনতার ৫২ বছরে যারা ক্ষমতায় এসেছেন, তাঁরাই দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে সুইচ ব্যাংকে রেখেছেন। যারা ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছেন, আপনাদের সেই সুযোগ আর নেই।’ 

যারা দুর্নীতি আর বিদেশে অর্থ পাচার করে জনগণকে ঠকিয়ে আসছেন, তাদের কারণে শ্রমজীবী ও পেশাজীবী মানুষ দিশেহারা বলে উল্লেখ করে রেজাউল করীম বলেন, ‘লাগামহীন দ্রব্যমূল্যের ফলে দুবেলা ভাতের জন্য, সুশিক্ষার জন্য, নাগরিক ও মৌলিক অধিকারের জন্য হাহাকার করছে মানুষ।’ 

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে এইচ এম নিজাম ও আবু নাঈম তানভীরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংখ্যালঘু-বিষয়ক সম্পাদক মকবুল হোসাইন, শ্রমিক আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, শ্রমিক আন্দোলন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মো. জয়নাল আবদিন ও সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদ সানী প্রমুখ।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার