হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে পিটিয়ে জখম 

কিশোরগঞ্জ প্রতিনিধি

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্কুলশিক্ষককে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষক মনিরুজ্জামান টুটন অষ্টগ্রাম উপজেলার আবদুল হামিদ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। তিনি অষ্টগ্রামের বর্ধমানপাড়া ফকিরহাটি গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, অষ্টগ্রাম সদর ইউনিয়নের কলাপাড়ায় এক স্কুলছাত্রীকে রাস্তায় প্রায়ই উত্ত্যক্ত করত ঝুটন মিয়া (২০) নামে এক যুবক। শিক্ষক মনিরুজ্জামান টুটন (২৩) বখাটে ঝুটনকে ইভটিজিং করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আজ (বুধবার) সকালে কলাপাড়া রাস্তায় একা পেয়ে শিক্ষক টুটনকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন ঝুটন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। 

আহত শিক্ষকের বড় ভাই আনোয়ার হোসেন লুটন জানান, ‘ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তার ভাইকে বাঁশ দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করেছে বখাটে ঝুটন।’ এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন