Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

সুবর্ণচরে প্রচণ্ড গরমে অচেতন হয়ে পড়লেন কৃষক, পরে মৃত্যু 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সুবর্ণচরে প্রচণ্ড গরমে অচেতন হয়ে পড়লেন কৃষক, পরে মৃত্যু 

নোয়াখালীর সুবর্ণচরে প্রচণ্ড গরমে জমিতে ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মহিব উল্যাহ (৫২) উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব চরমজিদ গ্রামের বাসিন্দা।  

নিহতের ভাই হেদায়েত উল্যাহ বলেন, প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে মহিব উল্যাহ অন্যদের সঙ্গে জমিতে বোরো ধান কাটতে যায়। এর মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় হাবিবীয়া বাজারে এসে নাশতা করে আবার জমিতে যায়। জমিতে ধান কাটা অবস্থায় প্রচণ্ড তাপপ্রবাহের কারণে শরীর খারাপ লাগে ও চোখে ঝাপসা দেখছে বলে অচেতন হয়ে জমিতে পড়ে যায় সে। পরে জমিতে থাকা অন্যদের সহায়তায় তাকে বাড়িতে এনে সেখান থেকে সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যান। 

তাঁর শ্যালক মোহাম্মদ ইউছুফ আমজাদ বলেন, ‘আমার বোনের জামাই সকালে তাঁর নিজের জমিতে পাকা ধান কাটতে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে প্রচণ্ড রোদে তিনি অসুস্থবোধ করেন। পরে অন্য লোকের সহায়তায় তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর হসপিটালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।’

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আমাদের হাসপাতালে মহিব উল্যাহকে আনা হয়নি। আনলে জানা যেত হার্ট অ্যাটাক বা হিট স্ট্রোক করেছে কিনা। তারপরও খোঁজখবর নিয়ে বিস্তারিত জানতে পারব।’

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে কেউ কোনো ধরনের অভিযোগ করেনি।’

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত

কুবিতে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ ভর্তি-ইচ্ছুক

পেকুয়ায় গুলি ছুড়ে ওসির বাড়ি থেকে গরু লুট

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বিছানায় পড়েছিল স্ত্রী-শ্যালিকার লাশ, স্বামী পলাতক

ছিনতাইয়ের শিকার নারী ধাওয়া দিয়ে ধরলেন ২ ছিনতাইকারীকে

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

হাতিয়ায় লঞ্চঘাটে দুই নারী যাত্রীকে পিটিয়ে জখম

থানচিতে পাহাড়িদের বিয়ে নিবন্ধনের কাজ শুরু হচ্ছে