কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে জালালাবাদ ইউনিয়নের বাহারছড়ায় একটি পুকুরে জাল ফেলে তাদের লাশ উদ্ধার করা হয়।
মারা যাওয়া শিশুরা হলো বাহারছড়ার মনজুর আলমের মেয়ে মরিয়ম (১০), ইউছুফ নবীর মেয়ে আসমাউল হোসনা রিয়া মণি (৮) ও জাফর আলমের মেয়ে তসলিমা আক্তার (৯)। তারা শাক তুলতে দল বেঁধে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। শিশুদের পরিবার ও এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, তিন শিশু সোমবার বিকেলে শাক তোলার জন্য দল বেঁধে হাঙ্গর খালের পশ্চিম মাথাসংলগ্ন পুকুরে নামে। সেখানে পানির গভীরতা বেশি থাকায় তারা আর পাড়ে উঠতে পারেনি।
ওসি বলেন, সন্ধ্যার পরও তিন শিশু বাড়ি না ফেরায় স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ওই পুকুরে জাল ফেলা হয়। রাত ৯টার দিকে জালে একে একে তিন শিশুর রাশ উঠে আসে।