হোম > সারা দেশ > খাগড়াছড়ি

ঝুঁকিপূর্ণ বেইলি সেতুতে কাঠ বোঝাই ট্রাক, ভেঙে গেল পাটাতন

খাগড়াছড়ি প্রতিনিধি 

পাটাতন ভেঙে যাওয়া বেইলি সেতু। ছবি: আজকের পত্রিকা

আজ মঙ্গলবার সকাল ১০টা দিকে সড়কের দীঘিনালার চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

স্থানীয়রা জানান, বোয়ালখালী ছড়ার ওপর চৌমুহনী বেইলি সেতুর পাটাতনের নাট-বল্টু খুলে অনেক দিন ধরে নড়বড়ে অবস্থায় ছিল। সকালে কাঠ বোঝাই ট্রাক ঝুঁকিপূর্ণ বেইলি সেতুতে উঠলে পাটাতন ভেঙে যায়।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. কোরাইশীন জানান, গত বছর সেতুটি ভেঙে যাওয়ায় মেরামত করা হয়েছিল। ৫ টনের বেশি যানবাহন পারাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বিধি না মানায় এ ঘটনা হয়েছে। আমরা এ বিষয়ে বিধি অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিব।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, যান চলাচল দ্রুত স্বাভাবিক করার জন্য কাঠবোঝাই ট্রাক সরানো কাজ চলছে। তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করছে, তবে ভারী যানবাহন চলাচল বন্ধ আছে।

কাজ শেষ হলে বিকেলের মধ্যে এ সড়কে ভারী যানবাহন চলাচল স্বাভাবিক হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান, ওসি।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, বেইলি ব্রিজের পাটাতন দেবে যাওয়ার বিষয়টি জানা ছিল না। তবে সড়কের যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নিচ্ছি।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ