ঝুঁকিপূর্ণ বেইলি সেতুতে কাঠ বোঝাই ট্রাক, ভেঙে গেল পাটাতন

খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬: ২১
পাটাতন ভেঙে যাওয়া বেইলি সেতু। ছবি: আজকের পত্রিকা

আজ মঙ্গলবার সকাল ১০টা দিকে সড়কের দীঘিনালার চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

স্থানীয়রা জানান, বোয়ালখালী ছড়ার ওপর চৌমুহনী বেইলি সেতুর পাটাতনের নাট-বল্টু খুলে অনেক দিন ধরে নড়বড়ে অবস্থায় ছিল। সকালে কাঠ বোঝাই ট্রাক ঝুঁকিপূর্ণ বেইলি সেতুতে উঠলে পাটাতন ভেঙে যায়।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. কোরাইশীন জানান, গত বছর সেতুটি ভেঙে যাওয়ায় মেরামত করা হয়েছিল। ৫ টনের বেশি যানবাহন পারাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বিধি না মানায় এ ঘটনা হয়েছে। আমরা এ বিষয়ে বিধি অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিব।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, যান চলাচল দ্রুত স্বাভাবিক করার জন্য কাঠবোঝাই ট্রাক সরানো কাজ চলছে। তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করছে, তবে ভারী যানবাহন চলাচল বন্ধ আছে।

কাজ শেষ হলে বিকেলের মধ্যে এ সড়কে ভারী যানবাহন চলাচল স্বাভাবিক হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান, ওসি।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, বেইলি ব্রিজের পাটাতন দেবে যাওয়ার বিষয়টি জানা ছিল না। তবে সড়কের যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নিচ্ছি।

লক্ষ্মীপুরে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় আ. লীগ নেতা বাদল গ্রেপ্তার

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন দলের ফাহাদকে নিজ গ্রামে সংবর্ধনা

ঘনকুয়াশায় লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে বন্ধের ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

লাইটার জাহাজে পণ্য পরিবহন: সিরিয়াল সিস্টেমে বছরে ১২০০ কোটি চাঁদাবাজি