হোম > সারা দেশ > কক্সবাজার

মহিষের গুঁতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন বদি, কাল আ.লীগের শুকরিয়া সভা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে দুই মহিষের গুঁতায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বদি। এরই মধ্যে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। 

আজ রোববার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের পাশে সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই মহিষ লড়াই করছে। মানুষের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করছিল। এমন সময় একটি মহিষ আরেকটি মহিষের পেছনে দৌড় দেয়। একপর্যায়ে প্রথম মহিষের গুঁতায় লাল গেঞ্জি পরে থাকা বদি সৈকতে বালুর মধ্যে পরে যান। এ সময় দ্বিতীয় মহিষটিও বদির ওপর দিয়ে চলে যায়। পরে উপস্থিত দর্শকেরা বদিকে উদ্ধার করে। 

জানা গেছে, স্থানীয় কয়েক যুবক মহিষের লড়াইয়ের আয়োজন করে। সেখানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বদি। সেই সময় মহিষের ধাক্কায় তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে বদি টেকনাফে নিজ বাড়িতে অবস্থান করছেন। 

এব্যাপারে টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক সাংসদ আবদুর রহমান বদি মহিষের আক্রমণ থেকে একটুর জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। সে উপলক্ষে সোমবার দুপুর ৩টায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে টেকনাফ পৌর আওয়ামী লীগের শুকরিয়া সভা অনুষ্ঠিত হবে।’ 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার