কুমিল্লার দাউদকান্দিতে বায়েজিদ (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। বায়েজিদ উপজেলার চরচারুয়া গ্রামের আফজাল মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, এক মাস আগে পার্শ্ববর্তী উপজেলার গজারিয়ায় এক মেয়েকে বিয়ে করেন বায়েজিদ। কিন্তু মেয়ের বাবা-মা এই বিয়ে মেনে নেননি। পরে তাঁরা মেয়েকে অন্যত্র বিয়ে দিয়ে দেন। এ খবর শুনতে পেয়ে বায়েজিদ আজ সকাল ১০টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।