Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

সোনাগাজীতে বিএনপির ৩৬ নেতা কর্মীকে কারাগারে পাঠালেন আদালত

ফেনী প্রতিনিধি

সোনাগাজীতে বিএনপির ৩৬ নেতা কর্মীকে কারাগারে পাঠালেন আদালত

সোনাগাজী উপজেলা বিএনপির ৩৬ নেতা কর্মীকে জেল হাজতে প্রেরণ করেছেন ফেনীর আদালত। উচ্চ আদালত থেকে নেওয়া ৬ সপ্তাহের জামিন শেষে আজ রোববার তারা জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে, আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবী পার্থপাল চৌধুরী। তিনি জানান, গত ২৯ আগস্ট ফেনীর সোনাগাজীতে বিএনপির জনসভা চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন এজাহারভুক্ত ৩৯ বিএনপি নেতা। জামিনের মেয়াদ শেষে তারা রোববার ফেনী জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত ৩ জনের জামিন মঞ্জুর করে বাকি ৩৬ জনকে জেল হাজতে পাঠিয়েছেন। 

হাজতে যাওয়া নেতাদের মধ্যে সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি ও চরচান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্যসচিব রাসেল হামিদী, উপজেলা ছাত্রদল নেতা মেজবাহ উদ্দিন পিয়াস, যুবদল নেতা সিরাজুল ইসলাম রয়েছেন। 

উল্লেখ্য, সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। এ ঘটনায় পুলিশের দায়ের করা দুটি মামলায় তিন শতাধিক নেতা কর্মীকে আসামি করা হয়। মামলার এজাহারভুক্ত আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। 

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার