Ajker Patrika
হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নিজ নির্বাচনী এলাকায় আব্দুস সাত্তারকে অবাঞ্ছিত ঘোষণা করলেন বিএনপির নেতা-কর্মীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নিজ নির্বাচনী এলাকায় আব্দুস সাত্তারকে অবাঞ্ছিত ঘোষণা করলেন বিএনপির নেতা-কর্মীরা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে সদ্য বহিষ্কৃত হওয়া আব্দুস সাত্তার ভূঁইয়াকে এবার তাঁর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। 

আজ সোমবার বেলা তিনটায় সরাইল প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপি। সেই সঙ্গে আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীরাও সংবাদ সম্মেলন করে আব্দুস সাত্তারকে অবাঞ্ছিত ঘোষণা করে। 

সরাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, ‘উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া শেষ বয়সে এসে স্বেচ্ছাচারিতা ও অনৈতিক সুযোগ-সুবিধা লাভের আশায় এমন কাজ করেছেন।’ 

নুরুজ্জামান লস্কর আরও বলেন, ‘আমরা সরাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সরাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। পাশাপাশি তাঁকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। আর যদি সরাইল বিএনপি পরিবারের কেউ উকিল আব্দুস সাত্তারকে কোনোভাবে সহযোগিতা করেন, তাহলে আমরা তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেব।’ 

এ সময় সরাইল উপজেলার বিএনপির সভাপতি আনিছুল হক ঠাকুরসহ উপজেলা বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আবদুস সাত্তারকে দল থেকে বহিষ্কারের বিষয়টি কেন্দ্র থেকে আমাদের জানানো হয়েছে। দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের কারণেই দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’ 

জিল্লুর রহমান আরও বলেন, ‘বিএনপি উকিল সাত্তার ভূঁইয়ার জন্য দল কম করেনি। তিনি বিএনপি থেকে ৫ বার এমপি ও প্রতিমন্ত্রী হয়েছেন। বর্তমান সময়ে উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বিএনপির সাথে বেইমানি করেছেন। তাঁর কোনো আদর্শ নেই। তিনি নষ্ট হয়ে গেছেন। 

উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছেন সদ্য পদত্যাগ করা এবং বিএনপি থেকে বহিষ্কৃত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সাত্তার ভূঁইয়া। গতকাল রোববার বিকেলে সাদ মোহাম্মদ রশিদ নামের এক যুবক জেলা নির্বাচন অফিস থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তৃণমূল বলছে দলীয় কর্মী, কেন্দ্রের দাবি ‘ভিত্তিহীন’

ওমানে মাইক্রোবাসের সঙ্গে ফিশিং কন্টেইনার ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন ৮ বাংলাদেশি: দূতাবাস

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৮ বাংলাদেশি শ্রমিক নিহত

সীতাকুণ্ডে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা

পতেঙ্গায় কনটেইনার টার্মিনাল নির্মাণে আগ্রহী ডেনমার্ক

দুর্ঘটনায় হেফাজত নেতা নিহত, চালককে গ্রেপ্তার ও ক্ষতিপূরণ দাবিতে সড়ক অবরোধ

চাকসুর শিবির-সমর্থিত প্যানেলের ইশতেহার, ১২ মাসে ৩৩ দফা প্রতিশ্রুতি

চট্টগ্রামে বিএনপির কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় আটক ৪

চট্টগ্রামে আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

মহাসড়কের বেহাল দশা দেখতে গিয়ে নিজেই যানজটে আটকা উপদেষ্টা, রওনা দিলেন মোটরসাইকেলে