Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড়ে ভুট্টার আড়ালে গাঁজা চাষ, ৫০ লাখ টাকার গাঁজা ধ্বংস

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি 

পাহাড়ে ভুট্টার আড়ালে গাঁজা চাষ, ৫০ লাখ টাকার গাঁজা ধ্বংস
পাহাড়ে ভুট্টার আড়ালে গাঁজা চাষ, ৫০ লাখ টাকার গাঁজা ধ্বংস। ছবি: আজকের পত্রিকা

পাহাড়ে জুমচাষ পদ্ধতিতে নানা ফসল উৎপাদনের রীতি অনেক পুরোনো। আর এসব জুম ফসলের চাহিদাও বাজারে ব্যাপক। ফলে পাহাড়ের উঁচুনিচু জায়গা বা গভীর অরণ্যে এখনো হয় জুমচাষ।

এমনই একটি অরণ্য খাগড়াছড়ির গুইমারা উপজেলার তিন্দুক ছড়ি এলাকায় ভুট্টা খেতের মধ্যখানে দুই একর জায়গাজুড়ে লাগানো গাঁজা খেতের সন্ধান পায় সেনাবাহিনী। ভুট্টাগাছের কারণে গাঁজার গাছ এত দিন লোকচক্ষুর আড়ালে থাকলেও সেনাবাহিনীর গোয়েন্দা নজরে সম্প্রতি ধরা পড়ে।

আজ মঙ্গলবার ভোরে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজির নির্দেশে উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে ধ্বংস করা দুই একর গাঁজা খেত। যার বাজারমূল্য অর্ধকোটি টাকা।

পরে সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজি ও গুইমারা থানা-পুলিশের উপস্থিতিতে কেটে আনা গাঁজার গাছ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দুই একর জায়গার ৫০০ কেজি গাঁজার বাজারমূল্য কমপক্ষে ৫০-৬০ লাখ টাকা।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বর্ণিল আয়োজনে পাহাড়ে বৈসাবি উৎসবের সূচনা

মাত্রাতিরিক্ত হরমোনে পাকানো আনারসে সয়লাব বাজার

কক্সবাজার সৈকতে পর্যটকদের ছবি তুলে হয়রানি, ১৭ ক্যামেরা জব্দ

হালদা ভ্যালিতে অভিযান, পানি টেনে নেওয়া পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঈদে বাড়িতে আসা চৌদ্দগ্রামের সেই মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে হামলা

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই: পার্বত্য উপদেষ্টা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি

স্বেচ্ছাসেবক দল নেতার চোখে টর্চের আলো, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল যুবকের