হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় সমাবেশ: এক বছরের মধ্যে দেশে ফিরতে চান রোহিঙ্গারা

কক্সবাজার প্রতিনিধি

নাগরিকত্ব নিয়ে নিরাপদে এক বছরের মধ্যে মিয়ানমারে ফেরার দাবিতে কক্সবাজারের উখিয়া আশ্রয়শিবিরে সমাবেশ করেছে বাস্তুচ্যুত রোহিঙ্গারা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লম্বাশিয়া এক নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ থেকে ‘এনাফ ইজ এনাফ’ স্লোগান তোলা হয়। 

সমাবেশে নিজ দেশ মিয়ানমারে ফিরতে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রোহিঙ্গা নেতারা। রোহিঙ্গা নেতারা মিয়ানমারে চলমান সংঘর্ষে নিজের দেশকে আঁকড়ে ধরে থাকার পরামর্শ দিয়েছেন রাখাইনে অবস্থানরত রোহিঙ্গাদের। 

সমাবেশে মাস্টার কামাল ও মাস্টার মুসাসহ রোহিঙ্গা নেতারা বক্তব্য দেন। তাঁরা বলেন, রোহিঙ্গাদের অধিকার আছে, দেশ আছে। এখন অধিকার ফিরে পেতে আওয়াজ তুলবে, প্রতিবাদ করবে। 

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, এখন তাঁরা নিজেরাই নিজেদের দেশে ফিরে যেতে উদ্যোগ গ্রহণ করবেন। এ জন্য সমাবেশ এবং বিভিন্ন প্রচার–প্রচারণার মাধ্যমে রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ করাই তাঁদের প্রথম পদক্ষেপ। এরপর নিজেরাই নিজেদের অধিকার ফিরে পেতে লড়াই করবেন। 

সমাবেশে রোহিঙ্গা নেতারা আরও বলেন, এখনো যেসব রোহিঙ্গা মিয়ানমারে আছেন তাঁদের নির্যাতন করা হচ্ছে। তাঁদের বিদ্যুৎ, ইন্টারনেট, গ্যাস সরবরাহসহ সব সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের হত্যা এবং তাঁদের দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছে। 

নেতারা বলেন, খুশিতে নয়, গণহত্যার শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে এসেছি। আমরা এক মুহূর্তও এখানে থাকতে চাই না। আমরা এমন জীবন চাই না। নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চাই। আমাদের দাবিগুলো পূরণে মিয়ানমার যাতে বাধ্য হয়, সে জন্য বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি। একই সঙ্গে নিরাপদ প্রত্যাবাসন দ্রুত দেখতে চান রোহিঙ্গা নেতারা। 

সমাবেশ থেকে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা দেশে ফিরবে বলে ঘোষণা দেওয়া হয়। বক্তারা আরও বলেন, যথেষ্ট হয়েছে, এবার আন্দোলনের মাধ্যমে রোহিঙ্গারা তাদের অধিকার ফিরে পাওয়া আন্দোলনে যাবে। 

হাজারো রোহিঙ্গা নারী–পুরুষ বিভিন্ন দাবি ও স্লোগান নিয়ে সমাবেশে অংশ নেন। শিশুদের পরনে ছিল মিয়ানমারের স্কুল ড্রেস।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন