হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাফ নদে স্পিডবোট ডুবি: শিশুসহ ২ জন নিখোঁজ, জীবিত উদ্ধার ৮ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটের নাফ নদের মোহনায় স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ দুজন নিখোঁজ এবং আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ সোমবার উপজেলার গোলারচর পয়েন্টে এ ঘটনা ঘটে। 
 
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিখোঁজ ব্যক্তিরা হলেন স্পিডবোটের চালক বেলাল উদ্দিন এবং সেন্ট মার্টিন পূর্বপাড়ার মো. সাদ্দাম হোসেনের মেয়ে স্মৃতি নূর আলিশা (৮)। বোটটির মালিক সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা মোহাম্মদ রশিদ। 
 
ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী জানান, সেন্ট মার্টিন দ্বীপ থেকে ১০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা স্পিডবোটটি শাহপরী দ্বীপের উদ্দেশে রওনা দেয়। বোটটি নাফ নদের মোহনার গোলারচর পয়েন্টে পৌঁছালে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। এতে বোটে থাকা যাত্রীরা পানিতে ভাসতে থাকে। 

একপর্যায়ে স্থানীয় জেলেরা নৌকা ও একটি স্পিডবোটে ভাসমান অবস্থায় আটজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও দুজন নিখোঁজ হয়। তাদের উদ্ধারে স্থানীয় জেলে ও কোস্ট গার্ড সদস্যরা তৎপর রয়েছেন বলে জানান ইউএনও। 

নিখোঁজ শিশুর বাবা মো. সাদ্দাম হোসেন বলেন, ‘আমাদের বহন করা স্পিডবোটটি শাহপরীর দ্বীপ আসার পথে হঠাৎ ঝোড়ো হাওয়ার কবলে পড়ে। এতে প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় বোটটি উল্টে যায়।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন