হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাপর টান আর লোহার টুংটাং শব্দে মুখরিত কামারপাড়া

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ঈদুল আজহা সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কামারপাড়ার দোকানগুলো হাপর টান আর লোহার টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে। এ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে কামারদের। দম ফেলারও সময় নেই তাঁদের। নাওয়া-খাওয়া ভুলে কাজ অবিরাম করছেন তাঁরা।

কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে কামারদের কর্মযজ্ঞ। কেউ ভারী হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন লোহার দণ্ড। কেউ পোড়া দা ও ছুরিতে দিচ্ছেন শাণ। আবার কেউ হাপর টেনে বাতাস দিচ্ছেন।

উপজেলার গুপ্টি ইউনিয়ন, ভাটিয়ালপুর চৌরাস্তা, চরদুঃখীয়াসহ বিভিন্ন কামারপাড়া ও দোকান ঘুরে দেখা যায়, দা, ছুরি, চাকু ও বঁটির বেচাকেনা বেড়েছে। তবে কারিগরেরা অভিযোগ করেন, তাঁদের পরিশ্রমের তুলনায় মজুরি অনেক কম। সারা বছর তেমন কাজ না থাকায় অনেকেই বাধ্য হয়ে পৈতৃক এই পেশা পরিবর্তন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এ বছর বিক্রেতারা প্রতি পিস চাকু ১০০-১৫০ টাকা, দা ৩০০-৬০০ টাকা, ৬০০ টাকা কেজি দরে চাপাতি, পশু জবাই করার ছুরি ৮০০-১২০০ টাকায় বিক্রি করছেন। এ ছাড়া পুরোনো যন্ত্রপাতি শাণ দিতে গুনতে হচ্ছে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত।

ফরিদগঞ্জ বাজারের দুলাল কর্মকার জানান, গত বছর এই ঈদের সময় দিনে ৩ থেকে ৪ হাজার টাকা রোজগার হলেও এ বছর সেই তুলনায় বেচাবিক্রি নেই। দিনে মাত্র ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা রোজগার হচ্ছে। গত বছরের তুলনায় অনেক কম।

এ বিষয়ে বিশ্বজিৎ কর্মকার জানান, কোরবানি ঈদে তাঁরা প্রতিবছর দা, ছুরি, চাপাতিসহ বিভিন্ন উপকরণ তৈরি করেন। বর্তমানে লোহা ও কয়লার দাম অনেক বেড়েছে। সে তুলনায় কামারশিল্পের উৎপাদিত পণ্যের দাম বাড়েনি। তাঁদের আশা, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারবে। 

ফরিদগঞ্জ বাজারে ছুরি কিনতে আসা রুবেল, বঁটি-দা কিনতে আসা ইব্রাহিম, আবুল কালামসহ কয়েকজন ক্রেতা জানান, কোরবানি ঈদের আর কিছুদিন বাকি। তাই বাজারে এসেছি পশু জবাইয়ের সরঞ্জাম কিনতে। তবে অন্য বছরের তুলনায় এবার ছুরি, চাকু, বঁটির দাম একটু বেশি। 

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

সেকশন