Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটি যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে ২ বন্ধুর মৃত্যু

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

রাঙামাটি যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে ২ বন্ধুর মৃত্যু

ঢাকা থেকে রাঙামাটি ঘুরতে যাচ্ছিলেন দুই বন্ধু। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাঁরা মারা যান। আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর সদর উপজেলার লালপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মারা যাওয়া দুই বন্ধু হলেন ঢাকার উত্তরখান থানার মাদারবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. শুভ (২৬) ও ঢাকার দক্ষিণখান থানা এলাকার মো. মজিবরের ছেলে মো. মারুফ (২৬)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল। তিনি বলেন, ‘লাশ দুটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁদের মোটরসাইকেলটি মহিপাল হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

ওসি কামাল ও ঘটনাস্থল এলাকার লোকজন জানান, শুভ ও মারুফ মোটরসাইকেলে করে বেড়াতে ঢাকা থেকে রাঙামাটি যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় পৌঁছালে তাঁদের দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরই ছিটকে পড়ে। তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার