চট্টগ্রামের হাটহাজারী অক্সিজেন মহাসড়কে বাসের ধাক্কায় এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে চিকনদণ্ডী ইউনিয়ন শাহজালাল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জিন্নাতুন নেসা (৫০)। তিনি পাঁচ মেয়ে ও দুই ছেলেকে নিয়ে চৌধুরীহাট শাহজালাল আবাসিক এলাকায় ভাড়াবাসায় থাকতেন। তাঁর বাড়ি নোয়াখালী জেলার চরজব্বার উপজেলার চরহাসান গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ বলছে, ওই নারী আজ সকাল সাড়ে সাতটার দিকে শাহজালাল স্কুলের সামনে হাটহাজারী অক্সিজেন মহাসড়ক পার হওয়ার সময় হাটহাজারীমুখী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে উপস্থিত মানুষ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিন্নাতুন নেসাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম আজকের পত্রিকাকে জানান, হাটহাজারী অক্সিজেন মহাসড়কে বাসের ধাক্কায় জিন্নাতুন নেসা নামে এক নারীর মৃত্যু হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।