হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পাচারের সময় সংকটাপন্ন প্রজাতির গোরখোদক উদ্ধার, গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে পাচারের সময় সংকটাপন্ন প্রজাতির দুটি গোরখোদক (হগ ব্যাজার) উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা রয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে বন্যপ্রাণীগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন-আমজাদ হোসেন ওরফে আমজু (২৬) ও মো. শাকিব (২২)। তাঁরা নগরের বাকলিয়া থানা এলাকার বাসিন্দা।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদীর দক্ষিণ প্রান্ত থেকে শহরের দিকে আসা অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আমজাদ হোসেন বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমজাদ জানিয়েছে, কক্সবাজারের টেকনাফ থেকে গোরখাদক দুটি এক ব্যক্তি চট্টগ্রামে নিয়ে আসে। কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকায় আসার পর বন্যপ্রাণী হাতবদল হয়। এগুলো খুলনায় নিয়ে বিদেশে পাচারের পরিকল্পনা ছিল।

আব্দুর রহিম বলেন, প্রাণী দুটি উদ্ধারের পর প্রথমে তাঁদের শনাক্ত করা যায়নি। পরে বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিটকে জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলোকে গোরখোদক হিসেবে শনাক্ত করেন। তাদের মতে, ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের-আইইউসিএন’ করা তালিকা অনুযায়ী এই প্রাণী সংকটাপন্ন প্রজাতির।

এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন