বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তৈয়বা বেগম (৫০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরিতে এ ঘটনা ঘটে। তৈয়বা ওই ইউনিয়নের মগেন ঝিরি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা সিরাজুল ইসলামের ঘরে রক্তাক্ত লাশ দেখে ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক আজকের পত্রিকাকে বলেন, বাইশারীতে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।