Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বুড়িচংয়ে ডাকাতের হামলায় যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি  

বুড়িচংয়ে ডাকাতের হামলায় যুবক নিহত
নিহত রফিক মিয়ার স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের হামলায় রফিক মিয়া (৩৮) নামের এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে উপজেলার আবিদপুর গ্রামের আবিদপুর উত্তরপাড়া পাটোয়ারীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিক মিয়া ওই এলাকার মো. হাবু মিয়ার ছেলে।

রফিক মিয়ার লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার রাতে আবিদপুর গ্রামে একদল ডাকাত আক্রমণ করে। এ সময় রফিক ডাকাত দেখে চিৎকার করেন। এতে গ্রামবাসী সজাগ হলে ডাকাতের দল পালিয়ে যায়। তবে ডাকাত পালিয়ে গেলেও ওই সময় রফিককে খুঁজে পাননি গ্রামবাসী।

আজ রোববার সকালে স্থানীয়রা পার্শ্ববর্তী বেগুনখেতের পাশ থেকে রফিকের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, ডাকাতদের দেখে ফেলায় রফিককে হত্যা করা হয়।

এ বিষয়ে নিহতের বাবা হাবু মিয়া বলেন, ‘গতকাল রাত ১২টার দিকে আমার ভাইয়ের বাড়িতে ডাকাতের আক্রমণের খবর শুনে আমার ছেলেসহ বাড়ি থেকে বের হই। ডাকাত চলে গেলে সবাই বাড়ি ফিরলেও আমার ছেলে আর রাতে বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজি করে আমরা ঘুমিয়ে পড়ি, সকালে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে বেগুনখেতে আমার ছেলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে খবর দেয়। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’

নোয়াখালীতে ঘরে চোর দেখে চিৎকার, গৃহবধূকে কুপিয়ে হত্যা

বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন কমিটির শীর্ষ নেতারা

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

সাজেকে ৪ ঘণ্টা ধরে পুড়ল রিসোর্টসহ ৯৪ স্থাপনা, পর্যটকদের যেতে মানা

চট্টগ্রামে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২

চট্টগ্রামে হত্যার পর লাশ গুম, ঠিকাদারের মৃত্যুদণ্ড

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে সংহতি জানালেন হাসনাত

শিক্ষিকার প্রহারে গুরুতর আহত শিশুশিক্ষার্থী

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ