Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

২৪ ঘণ্টা পর দীঘিনালায় অপহৃত ৩ নারীকে ছেড়ে দিল অপহরণকারীরা

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

২৪ ঘণ্টা পর দীঘিনালায় অপহৃত ৩ নারীকে ছেড়ে দিল অপহরণকারীরা

প্রায় ২৪ ঘণ্টা পর খাগড়াছড়ি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) তিন নেত্রীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। তাঁরা হলেন হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা, কলেজছাত্রী কর্নিয়া চাকমা ও নিশা চাকমা। 

আজ রোববার প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার রাঙামাটির সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে বেলা ৩টার দিকে দীঘিনালা উপজেলার কবাখালী বাজার এলাকায় হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমাসহ দুই কলেজছাত্রীকে অপহরণ করে একদল সন্ত্রাসী। অপহরণের ঘটনা জানাজানি হওয়ার পর সন্ত্রাসীরা আজ রোববার বেলা দেড়টার দিকে তাঁদের দীঘিনালার বনবিহার এলাকায় ছেড়ে দেয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা, কলেজছাত্রী কর্নিয়া চাকমা ও নিশা চাকমা খাগড়াছড়িতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা। 

তিনি আরও বলেন, দীঘিনালা ক্যান্টনমেন্ট ও থানার কাছাকাছি এলাকায় এই অপহরণ ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন তাঁদের উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি। এ থেকেই বোঝা যায় এই অপহরণ ঘটনায় একটি বিশেষ মহলের মদদ রয়েছে। মূলত পার্বত্য অঞ্চলে ভূমি দখল, অপহরণ, খুন, ধর্ষণসহ সংঘটিত ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে নব্য মুখোশধারী দুর্বৃত্তদের লেলিয়ে দিয়ে এ অপহরণ ঘটনা সংঘটিত করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ