Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘বিভাগ ও ব্যাচ বলার পরই ভাই আমাকে থাপ্পড় মারলেন’

কুবি প্রতিনিধি

‘বিভাগ ও ব্যাচ বলার পরই ভাই আমাকে থাপ্পড় মারলেন’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থী মেহেদী হাসান মুরাদের বিরুদ্ধে একই বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিৎ সরকার নামের এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে।

জানা যায়, মেহেদী হাসান মুরাদ একটি জাতীয় দৈনিকের কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। অন্যদিকে বিশ্বজিৎ সরকার ওই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। 

ঘটনার প্রত্যক্ষদর্শী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মো. আল আমিন বলেন, ‘২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিশ্বজিৎ সরকার (৩১৭ নম্বর) নিজ রুম থেকে বের হওয়ার সময় দেখে পাশের রুম থেকে ময়লা পানি তার রুমের দিকে আসছে। এ সময় বিশ্বজিৎ তার বন্ধু মামুনকে ডেকে পানি পরিষ্কার করতে বলে। তখনই পাশের ৩১৬ নম্বর রুম থেকে মেহেদী হাসান মুরাদ বিশ্বজিৎ-এর কাছে বিভাগ ও ব্যাচ জানতে চায়। বিশ্বজিৎ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নাম বলার সঙ্গে সঙ্গে মুরাদ তার ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি মারধর করে।’

এ ব্যাপারে বিশ্বজিৎ সরকার বলেন, ‘ওরা আমার রুমের পশ্চিম দিকের দুইটা রুমে পানি দিয়ে পরিষ্কার করছিল। সেই পানি আমার রুমে এসে সবকিছু ভিজে যাচ্ছিল। তারপর আমি মামুনকে বললাম মামুন তুই পানিটা পরিষ্কার করে ফেল। তারপর এটা শুনে মুরাদ ভাই আমাক ডেকে নিয়ে জিজ্ঞেস করল, তুই কোন ব্যাচ? আমি বললাম ১২ ব্যাচ। তারপর বলল, কোন ডিপার্টমেন্ট? আমি বললাম সাংবাদিকতা বিভাগ। এটা বলার পরই ভাই আমাকে কয়েকটা থাপ্পড় মারল। ওনাকে কেউ আটকাতে পারছিল না, এতটা এগ্রেসিভ ছিলেন। পরে গালিগালাজ করল আমাকে।’ 

মারধরের শিকার বিশ্বজিৎকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাঁকে কুমিল্লা মেডিকেলে ট্রান্সফার করেন মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. এ কে এম হেলাল মুরশেদ। 

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. এ কে এম হেলাল মুরশেদ বলেন, ‘সে বলল তার কানে ব্যথা করছে। প্রাথমিকভাবে বাহির থেকে দেখে তেমন বোঝা যায়নি। আর কান ভেতর থেকে পরীক্ষা করার যন্ত্রও আমাদের এখানে নেই। তাই তার চাওয়া অনুযায়ী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করেছি।’ 

মেহেদী হাসান মুরাদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকা এবং স্থানীয় দৈনিক রূপসী বাংলার কুবি প্রতিনিধি। এ ঘটনার ব্যাপারে তাঁর সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমরা বিষয়টি আন্তরিকভাবে দেখছি। অপরাধী যে-ই হোক, তাকে বিচারের আওতায় আনা হবে।’  

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীর সংশ্লিষ্টতা: কুবির ২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

‘পাহাড়খেকো’ জসিম তিন মামলায় গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে বিপুল পণ্যসহ আটক ২

প্লাস্টিক-পলিথিনের বিনিময়ে আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

বাঁশখালীতে কাদায় আটকে গেল দলছুট হাতি, ১০ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

সেন্ট মার্টিনে জন্ম নেওয়া ৬৬৯টি কচ্ছপছানা সাগরে ফিরল

চট্টগ্রামে বৈষম্যবিরোধী সমন্বয়ক পরিচয়ে বাসায় ঢুকে দুজনকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ৪

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন বিএনপির ৩ নেতা

অভয়াশ্রমে জাটকা শিকার, আটক ১১ জেলে