হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়ায় চেতনানাশক দিয়ে অজ্ঞান করে বীর মুক্তিযোদ্ধার বাড়ি লুট

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় চেতনানাশক দিয়ে অজ্ঞান করে নুর ইসলাম নামের এক বীর মুক্তিযোদ্ধার বাড়ি লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ চরঈশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নুর ইসলাম ওই গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার সকালে আশঙ্কাজনক অবস্থায় নুর ইসলাম ও তাঁর মেয়ে সুমাইয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বীর মুক্তিযোদ্ধা নুর ইসলামের ভাই ব্যবসায়ী আজাদ বলেন, ‘গতকাল রাতে বাবা ও মেয়ে ছাড়া পরিবারের আর কোনো সদস্যরা বাড়ি ছিল না। গভীর রাতে একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই চেতনানাশক দিয়ে তাঁদের অজ্ঞান করা হয়। পরে ঘরে থাকা আলমারি ভেঙে সবকিছু লুট করে নেয় দুর্বৃত্তরা। সকালে মেয়ের জ্ঞান ফিরে এলে তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘আমার ভাই একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি হার্টের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে। তাঁর নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাঁর মুখ থেকে বের হওয়া লালায় ঝাঁজালো গন্ধ পাওয়া গেছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মানছুর উদ্দিন বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম ও তাঁর মেয়েকে স্বজনেরা আজ সকালে হাসপাতালে আনেন। তাঁদের দুজনকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করা হয়েছে। শাসকষ্ট দেখা দেওয়ায় নুর ইসলামকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তাঁর মেয়ের অবস্থা তুলনামূলকভাবে শংকামুক্ত হলেও এখনো তিনি কথা বলতে পারছে না।’

এ নিয়ে জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘এ ঘটনা শোনার পর ওই বীর মুক্তিযোদ্ধার বাড়ি গিয়ে পরিস্থিতি দেখে এসেছি। ঘটনার সঙ্গে জড়িত দলটিকে চিহ্নিত করতে আমাদের টিম কাজ করছে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন