হোম > সারা দেশ > নোয়াখালী

ঢাবি ও নোবিপ্রবির ওশানোগ্রাফি বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশের সমুদ্র গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ওশানোগ্রাফি বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার ঢাবির অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন ঢাবির উপউপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

সমঝোতা চুক্তিতে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মমতাজ উদ্দিন আহমেদ। এ সমঝোতা চুক্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নোবিপ্রবি বঙ্গোপসাগরে যৌথভাবে গবেষণার নতুন দ্বার উন্মোচিত হলো। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ঢাবির ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান কে এম আজম চৌধুরী ও নোবিপ্রবির ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান নাজমুস সাকিব খানসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকেরা। 

ঢাবির উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘এ ধরনের সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। আমি আশা করব, ভবিষ্যতে নানা ক্ষেত্রে এ ধরনের সহযোগিতার পরিধি আরও বিস্তৃত হবে। অন্যান্য বিভাগগুলোও এ ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করছি।’ 

নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক দিদার-উল-আলম বলেন, ‘আমাদের দেশে জনসংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু ভূমি সীমিত। তাই আমাদের সামুদ্রিক সম্পদকে কাজে লাগাতে হবে। আমাদের বিশাল-বিস্তৃত সমুদ্রসীমা রয়েছে, এই রিসোর্সকে কাজে লাগাতে হবে। সমুদ্রের প্রাকৃতিক সম্পদ, মৎস্য সম্পদ এ সবই আমাদের অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করতে হবে, যার জন্য প্রয়োজন নতুন নতুন গবেষণা ও ভালো মানের গবেষক। নোবিপ্রবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত এ সমঝোতা স্মারক ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে যেতে আরও সহায়ক ভূমিকা পালন করবে।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ