হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মাঠ দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে যুবক নিহত 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের টার্ফ খেলার মাঠ দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। 

আজ শুক্রবার বিকেলে নগরের ৪ নম্বর চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁও এলাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের পর জুবায়েরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত যুবকের নাম জুবায়ের উদ্দীন বাবু (২৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। 

ওসি বলেন, পুরাতন চান্দগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের পাশেই একটা টার্ফ কোর্ট আছে। সেটার দখল নিয়ে মতবিরোধ সৃষ্টি হয় ছাত্রদলের দুপক্ষের মধ্যে। পরে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। 

এ সময় ছুরিকাঘাতে দুজন আহত হলে তাঁদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় জুবায়ের উদ্দীন বাবু নামে একজন মারা যান। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, টার্ফ মাঠের দখল নিয়ে বিএনপি সমর্থক মোশাররফ ও আমিন পক্ষের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। একটি পক্ষ নিজেরা টার্ফ মাঠ লিজ নিয়েছে দাবি করে আজ শুক্রবার উদ্বোধন করছিল। বিকেলের ওই উদ্বোধনী অনুষ্ঠানেই দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জুবায়েরের গলায় ও পেটে ছুরিকাঘাত করা হয়।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন