Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি জিওন, সাধারণ সম্পাদক সাঈদ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি জিওন, সাধারণ সম্পাদক সাঈদ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাংবাদিক সমিতির ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। এতে ২০২২-২৩ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল প্রতিনিধি জিওন আহম্মেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর সংবাদদাতা সাঈদ চৌধুরী। 

নবগঠিত কার্যনির্বাহী পরিষদে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহসভাপতি হিসেবে চুয়েটনিউজ ২৪. কম এর সহ-সম্পাদক আল আমিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক অধিকারের প্রতিনিধি গোলাম রব্বানী শান্ত, অফিস সম্পাদক হিসেবে সাম্প্রতিক দেশকালের প্রতিনিধি নাজমুল হাসান ফাহাদ, অর্থ সম্পাদক হিসেবে দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি তাসনিয়া মাসিয়াত, আইসিটি সম্পাদক হিসেবে চুয়েটনিউজ ২৪. কমের প্রতিনিধি মুহাম্মদ ফাহিম উদ্দিন, সহকারী অফিস সম্পাদক হিসেবে চুয়েটনিউজ ২৪. কমের প্রতিনিধি জেরিন সুলতানা শাওন এবং সহকারী অর্থ সম্পাদক হিসেবে চুয়েটনিউজ ২৪. কমের প্রতিনিধি তানভির আহম্মেদ চৌধুরী। 

এ উপলক্ষে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। 

সাংবাদিক সমিতির বিদায়ী সভাপতি মো. কামরুজ্জামান রাহাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক রনজিৎ কুমার সূত্রধর, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মদ, সেন্টার ফর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চের চেয়ারম্যান অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম। 

চুয়েট সাংবাদিক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ফাহিম উদ্দিন ও জেরিন সুলতানার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ উপপরিচালক এটিএম শাহজাহান, রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি মো. আনোয়ার হোসেন শামীম, চুয়েট সাংবাদিক সমিতির ২০০৪-০৫ কার্যনির্বাহী কমিটির সভাপতি আল আমিন এবং ২০০৬-০৭ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান। অনুষ্ঠানে চুয়েট সাংবাদিক সমিতির পতাকা উন্মোচন, বিদায়ী কমিটির নেতৃবৃন্দকে সম্মাননা প্রদান ও নবাগত সদস্যদের আইডি কার্ড পরিয়ে দেওয়া হয়। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শোকাবহ ১৫ই আগস্টে শাহাদাতবরণকারী সকল শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। 

নোয়াখালীতে ঘরে চোর দেখে চিৎকার, গৃহবধূকে কুপিয়ে হত্যা

বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন কমিটির শীর্ষ নেতারা

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

সাজেকে ৪ ঘণ্টা ধরে পুড়ল রিসোর্টসহ ৯৪ স্থাপনা, পর্যটকদের যেতে মানা

চট্টগ্রামে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২

চট্টগ্রামে হত্যার পর লাশ গুম, ঠিকাদারের মৃত্যুদণ্ড

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে সংহতি জানালেন হাসনাত

শিক্ষিকার প্রহারে গুরুতর আহত শিশুশিক্ষার্থী

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ