ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ফেরত এক যাত্রীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে আখাউড়া স্থলবন্দরের আইসিপি থেকে করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।
করোনা আক্রান্ত ওই ব্যক্তির নাম শ্রী সঞ্জীবন চন্দ্র বর্মণ। তিনি রংপুর জেলা সদরের জগদিসপুর গ্রামের শ্রী জ্যোতিস চন্দ্র বর্মণের ছেলে। পেশায় একটি বেসরকারি কোম্পানিতে ঢাকায় কর্মরত রয়েছেন। আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সঞ্জীবন চন্দ্র বর্মণ আজকের পত্রিকাকে জানান, ব্যক্তিগত ব্যবসায়িক কাজের জন্য গত ৩০শে অক্টোবর ভারতে গিয়েছিলেন। আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফেরার সময় তাঁর করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান আজকের পত্রিকাকে জানান, ভারত থেকে আসা সঞ্জীবন চন্দ্র বর্মণ করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর তাঁকে জেলা সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।