দ্বিতীয় ধাপে দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার রাতে ঘোষিত তফসিল অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়।
তফসিল অনুযায়ী জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র যাচাইবাছাই ২০ অক্টোবর। এ ছাড়া বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের জন্য ২১ থেকে ২৩ অক্টোবর এবং ২৪ ও ২৫ অক্টোবর নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৬ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ২৭ অক্টোবর।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব হুমায়ূন কবীর খোন্দকার বলেন, তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা সদর, বেলছড়ি, গোমতী, আমতলী, বর্ণাল, তবলছড়ি ও তাইন্দং ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ৮৬তম কমিশন বৈঠকে ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়।