রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে রাউজানের ছাত্র প্রতিনিধি (সমন্বয়ক হিসেবে পরিচিত) এম আবেদীন সাজিদ আজকের পত্রিকা’কে বলেন, ‘গতকাল সোমবার রাউজান উপজেলা অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেন রাফি। আবদুল্লাহ আল হামিদ নামের একজন পরিকল্পিতভাবে সেখানে হামলা চালিয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে মোবাইল নম্বর বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘অনুষ্ঠানে হট্টগোল হয়েছে। এ বিষয়ে অভিযোগ দায়ের করার জন্য কিছু ছাত্র থানায় এসেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।