হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফরিদগঞ্জে চাঁদাবাজির মামলায় চেয়ারম্যান-মেম্বার কারাগারে

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে হাজিরা দিতে গেলে জামিন আবেদন নামঞ্জুর করে চাঁদপুরের বিচারিক আদালত-১-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম তাঁদের কারাগারে পাঠান।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বলেন, উপজেলার চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের আলমগীর হোসেন বাদী হয়ে গত বছর চাঁদপুর জুডিশিয়াল আদালতে চাঁদাবাজির মামলা করেন। মামলায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার, ইউপি সদস্য মো. আবদুস সাত্তারসহ ১১ জনকে আসামি করা হয়। আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন।

পিবিআইয়ের পরিদর্শক পুলক বড়ুয়া বলেন, ‘আদালত থেকে দায়িত্ব পেয়ে মামলাটি তদন্ত করি। মামলার বাদী আলমগীর হোসেনের স্ত্রীকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ করা হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিই।’

মামলার বাদী আলমগীর হোসেন বলেন, পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আজ বৃহস্পতিবার আদালত মামলাটির শুনানির দিন ধার্য করেন। শুনানি শেষে আদালত ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সাত্তারকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। তবে একই মামলার অন্য আসামিদের জামিন দেওয়া হয়।

উল্লেখ্য, সম্প্রতি ওই ইউপি চেয়ারম্যানের অনিয়মের প্রতিবাদ করায় ইউপি সচিব ইমাম হোসেন হাসানকে মারধর করার ঘটনায় আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

সেকশন