ফটিকছড়ি (চট্টগ্রাম): চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে সাবেক এক ইউপি সদস্য মো. জহুরের নেতৃত্বে অবৈধ বালুর ব্যবসার অভিযোগ উঠেছে। এ ব্যবসায় তিনি ছাড়াও স্থানীয় লিটন, মঞ্জু, চুরুনসহ আরও কয়েকজন জড়িত রয়েছেন। এ সিন্ডিকেটটি দিনের পর দিন অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে স্থানীয়রা জানায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার বাংলাবাজার সংলগ্ন হারুয়ালছড়ি খালের প্রায় এক কিলোমিটার অংশে চার থেকে পাঁচটি জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।
খবর নিয়ে জানা গেছে, সন্ধ্যা নামতেই একেকদিন একেক স্থান থেকে বালু উত্তোলন করা হয়ে থাকে। ফার্নিচার ব্যবসার আড়ালে অবৈধ বালু উত্তোলন ও বিক্রি কার্যক্রম পরিচালনা করে থাকেন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. জহুর।
জানতে চাইলে অভিযুক্ত মো. জহুর বলেন, ‘আমি লোকজন দিয়ে মাঝে মধ্যে বালু উত্তোলন করে থাকি ঠিক। তবে কোন সিন্ডিকেটের সঙ্গে জড়িত নই। এসব আমার বিরুদ্ধে অপপ্রচার।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ বলেন, ‘এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’