Ajker Patrika
হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার 

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার 

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে মাদককারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ রোববার ভোররাত ৪টার দিকে টেকনাফ সদরের রিজভী খালে এ ঘটনা ঘটে। এ সময় ১ লাখ ২০ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, গোপন সংবাদে জানতে পারি মিয়ানমার হয়ে একটি ইয়াবার বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে ঢুকবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যদের একটি বিশেষ দল নৌকায় করে বিভক্ত হয়ে কৌশলে কেওড়া বাগানে অবস্থান নেন। কিছুক্ষণ পরে ৩ জন আরোহী নিয়ে একটি নৌকা মিয়ানমার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে থাকে। এমন সময় বিজিবি সদস্যরা তাঁদের থামার সংকেত দিলে চোরাকারবারিরা গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান।

ফয়সল হাসান খান আরও বলেন, গোলাগুলির সময় এক মাদককারবারী গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যান। একই সঙ্গে অপর দুজন লাফ দিয়ে সাঁতার কেটে পালিয়ে যায়। পরে তল্লাশি করে গুলিবিদ্ধ কাউকে পাওয়া যায়নি। এ সময় নৌকায় তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা। 

সরকারি কাজে বাধা দেওয়া ও মাদক পাচারের দায়ে অজ্ঞাত দোষীদের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 

বিএনপি কর্মী হাকিম খুন: তৃণমূল বলছে দলীয় কর্মী, কেন্দ্রের দাবি ‘ভিত্তিহীন’

ওমানে মাইক্রোবাসের সঙ্গে ফিশিং কনটেইনার ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন ৮ বাংলাদেশি: দূতাবাস

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৮ বাংলাদেশি শ্রমিক নিহত

সীতাকুণ্ডে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা

পতেঙ্গায় কনটেইনার টার্মিনাল নির্মাণে আগ্রহী ডেনমার্ক

দুর্ঘটনায় হেফাজত নেতা নিহত, চালককে গ্রেপ্তার ও ক্ষতিপূরণ দাবিতে সড়ক অবরোধ

চাকসুর শিবির-সমর্থিত প্যানেলের ইশতেহার, ১২ মাসে ৩৩ দফা প্রতিশ্রুতি

চট্টগ্রামে বিএনপির কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় আটক ৪

চট্টগ্রামে আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

মহাসড়কের বেহাল দশা দেখতে গিয়ে নিজেই যানজটে আটকা উপদেষ্টা, রওনা দিলেন মোটরসাইকেলে