হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নাসিরনগরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিউলি আক্তার (৪৫) নামের এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলা সদরের পশ্চিমপাড়ার দুবাইপ্রবাসী আব্দুর রহমানের স্ত্রী। আজ শুক্রবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করেছে নাসিরনগর থানার পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ১৮ বছর আগে উপজেলা সদরের আব্দুর রহমানের সঙ্গে বিয়ে হয় শিউলির। বিয়ের কিছুদিন পর প্রবাসে চলে যান তাঁর স্বামী। ঘটনার আগের দিন গতকাল বৃহস্পতিবার তাঁর একমাত্র মেয়ে চাঁদনী উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে মামার বাড়ি চলে যান। আজ শুক্রবার সকালে চাঁদনী স্বজনদের মাধ্যমে জানতে পারেন, তাঁর মায়ের লাশ ঘরের মেঝেতে পড়ে আছে।

চাঁদনীর অভিযোগ, তাঁর মাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে তিনি কিছুই বলতে পারছেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এর সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

শিউলির ভাই লোকমান মিয়া বলেন, ‘ঘটনার আগের রাতে আমার বোন ঘরে একা ছিলেন। তাঁর শরীরে রক্তের দাগ আছে। নাক-মুখ দিয়েও রক্ত বের হচ্ছে। যে বিছানায় ঘুমিয়ে ছিলেন, সেই বিছানা ও বালিশেও রক্তের দাগ লেগে আছে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আজদু মিয়া বলেন, ঘরের কোনো মালপত্র, টাকাপয়সা ও স্বর্ণালংকার খোয়া যায়নি। প্রকৃত ঘটনা কী, তা পুলিশের তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. সোহাগ রানা আজকের পত্রিকাকে বলেন, এটি হত্যা নাকি অন্য কিছু, ময়নাতদন্ত করার পরই বলা যাবে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ