Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে পাওয়ার গ্রিড উপকেন্দ্রে আগুন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারীতে পাওয়ার গ্রিড উপকেন্দ্রে আগুন

চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের গ্রিড উপকেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। ২৩০ / ১২ / ৩৩ কেভির সিটিতে (কারেন্ট ট্রান্সফরমার) আগুন লাগে। এতে তেমন ক্ষয়ক্ষতি না হলেও বন্দর নগরী চট্টগ্রাম, পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটি এবং কক্সবাজার জেলা সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ১১ মাইল এলাকার গ্রিড উপকেন্দ্রে এ ঘটনা ঘটে। 

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন ওই গ্রিড উপকেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী তারেকুল ইসলাম। 

অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে বড় দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া গেছে বলে জানান হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, বিকেলে হঠাৎ বিকট শব্দ হয়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের গ্রিড উপকেন্দ্রের ২৩০ / ১২ / ৩৩ কেভির সিটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। 

এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ছবি: আজকের পত্রিকাগ্রিড কর্তৃপক্ষ জানিয়েছে, উপকেন্দ্রের ২৩০ / ১২ / ৩৩ কেভির সিটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এতে বন্দর নগরীর চান্দগাঁও, আগ্রাবাদ, বাকলিয়া, উত্তর কাট্টলী, বন্দর, ইপিজেডসহ চট্টগ্রাম জেলা, পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটি এবং কক্সবাজার জেলা প্রায় আধা ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। 

পুড়ে যাওয়া সিটির বাজারমূল্য ১৪-১৫ লাখ টাকা বলে জানা গেছে। 

জানতে চাইলে চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী এম রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ‘স্বাভাবিকভাবে বিদ্যুৎকেন্দ্রে এ ধরনের অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক গোলযোগ হয়ে থাকে। এ রকমের গোলযোগের কারণেই শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে সবকিছু স্বাভাবিক হয়ে এসেছে। প্রায় ৮০ শতাংশ এলাকায় বিদ্যুৎ পুনরায় চালু হয়েছে।’

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ

মাতামুহুরী নদীতে মিলল নিখোঁজ কিশোরের হাত-পা বাঁধা লাশ

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৬০ টাকা নির্ধারণ করে দিল প্রশাসন

রাঙামাটিতে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে: এ্যানী