Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোহিঙ্গা সংকট শীর্ষ অগ্রাধিকার: ওআইসি মহাসচিব

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

রোহিঙ্গা সংকট শীর্ষ অগ্রাধিকার: ওআইসি মহাসচিব

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা বলেছেন, রোহিঙ্গা সংকট ওআইসির জন্য একটি শীর্ষ অগ্রাধিকার। তাদের প্রত্যাবাসনে সংগঠনটি সব সময় পাশে আছে। এ সময় ওআইসির প্রধান রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান।

আজ সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে ওই কথা বলেন ওআইসির মহাসচিব। সকালে মধুরছড়া ৪ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান।

এ সময় হুসেইন ইব্রাহিম তাহা রোহিঙ্গা যুবকদের নিয়ে পরিচালিত ইয়ুথ সেন্টার, বৃক্ষরোপণ প্রকল্প, মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে ৪ এক্সটেনশন ক্যাম্পের কনফারেন্স রুমে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংগঠন ওআইসির এই প্রধান। যেখানে অংশ নেন বিভিন্ন ক্যাম্প থেকে আসা কমিউনিটি নেতা, যুবক, ইমাম, নারী অধিকার কর্মীসহ ২৫ জন রোহিঙ্গা প্রতিনিধি। এ সময় তাঁরা নাগরিকত্ব নিয়ে নিজ দেশে ফিরে যেতে সহযোগিতা চাওয়ার পাশাপাশি ওআইসি মহাসচিবের কাছে বিভিন্ন মতামত তুলে ধরেন।

রোহিঙ্গা অধিকারকর্মী সৈয়দ উল্লাহ বলেন, ‘আমরা ওআইসিকে জানিয়েছি, মর্যাদা নিয়ে নিজ দেশে চলে যেতে চাই। বাংলাদেশকে সহযোগিতা করতে ওআইসিকে অনুরোধ করেছি। আমরা দেশটির প্রতি কৃতজ্ঞ, তারা আমাদের জায়গা দিয়েছে।’

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে চলমান কার্যক্রম ত্বরান্বিত করতে সংগঠনটির তৎপরতা অব্যাহত আছে বলে ওআইসির প্রধান রোহিঙ্গাদের আশ্বস্ত করেছেন।

গত শনিবার পাঁচ দিনের সফরে ঢাকায় আসেন ওআইসি মহাসচিব। বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ ছাড়া ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজির ৩৫তম সমাবর্তনে বক্তব্য দেবেন ওআইসির ১২তম এই মহাসচিব।

৫ আগস্ট চট্টগ্রামে থানা লুটের রিভলবারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের কুতুবদিয়ায় সংবর্ধনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, প্রবাসী গ্রেপ্তার

মিয়ানমারের সংঘাতে সীমান্তে স্পর্শকাতরতা বৃদ্ধি পেয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

থানার কাছে ফের ডাকাতের কবলে প্রবাসী, সর্বস্ব লুট

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদগঞ্জের ২০ গ্রামে রোজা শুরু

কসবা সীমান্তে বাংলাদেশিকে গুলি করে নিয়ে গেল বিএসএফ, হাসপাতালে মৃত্যু

চট্টগ্রামে বিএনপি নেতা নোমানের জানাজায় জনসমুদ্র, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন