হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে শিকলবাহা খালে জেলের জালে মর্টার শেল

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২২: ১৬
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ২২: ১৬
কর্ণফুলীর শিকলবাহা খালে জেলের জালে মর্টার শেল। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক জেলের জালে আটকা পড়েছে একটি মর্টার শেল। আজ মঙ্গলবার উপজেলার শিকলবাহা খালের ব্লকপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে এটি সক্রিয় নাকি নিষ্ক্রিয়, তা জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, প্রতিদিন শিকলবাহা খালে জাল নিয়ে মাছ ধরতে যান স্থানীয় জেলে মাহবুব আলম। আজ বিকেলেও তিনি একইভাবে খালে জাল ফেলেন। ওই সময় জালে টান লাগলে তিনি পানিতে নেমে লোহার বর্জ্য (স্ক্র্যাপ) সদৃশ বস্তু তুলে আনেন।

জেলে মাহবুব সেটি বিক্রি করতে গেলে লোকজন পুলিশকে খবর দেন। ওই সময় স্থানীয়রা এটি দেখতে ভিড় করেন। পরে পুলিশ গিয়ে এটি ঘিরে রাখে। সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলের জালে আটকা মর্টার শেলটি ১২০ মিলিমিটারের মতো হবে। এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে। আপাতত আমরা এটি ঘিরে রেখেছি। বুধবার এটি পরীক্ষার পর প্রকৃত অবস্থা বোঝা যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

চট্টগ্রাম বন্দরে অবৈধ টার্মিনাল: আ.লীগের দখলমুক্ত হয়ে বিএনপি নেতার কবজায়

জুয়ার টাকা জোগাতে চুরি, দেখে ফেলায় বয়স্ক গৃহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

থাইল্যান্ডে অপহরণের শিকার চট্টগ্রামের ৫ যুবক

হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’