হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ‍্যংছড়িতে অস্ত্র মামলায় দুজনের ১০ বছরের কারাদণ্ড

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানে অস্ত্র মামলায় দুজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার বান্দরবান স্পেশাল ট্রাইব্যুনাল-১ বিশেষ আদালতের জজ মো. ফজলে এলাহী ভূইঁয়া এ রায় দেন। 

আসামিরা হলেন-কক্সবাজার সদর এলাকার সামসুল হুদার ছেলে আমান উল্লাহ ও একই এলাকার নুরুল ইসলামের ছেলে নুর আহম্মদ। 

আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৬ জুন নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের ছালেহ আহম্মদ ব্রিজ এলাকা থেকে অস্ত্র–গুলিসহ দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড গুলি ও একটি এলজি রাইফেল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানার তৎকালীন এস আই মোখলেছুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক সাক্ষী প্রমাণের ভিত্তিতে বান্দরবান স্পেশাল ট্রাইব্যুনাল-১ বিশেষ আদালতের বিচারক আসামিদের দোষী সাব্যস্ত করে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইকবাল করীম বলেন, ‘অস্ত্র মামলায় দুই আসামির ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে স্পেশাল ট্রাইব্যুনাল-১। আসামিরা আদালতে যুক্তিতর্কের দিন হাজির ছিলেন। রায় ঘোষণার দিন ছিল না। পলাতক আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।’

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি