Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লার এমপি আজাদকে আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার এমপি আজাদকে আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি 

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতির গাড়িতে হামলার অভিযোগে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত থাকায় কেন তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে না–তা লিখিতভাবে জানাতে চিঠি দেওয়া হয়েছে।

গতকাল বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। আজ বৃহস্পতিবার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা আয়োজিত হয়। সভা শেষে আবুল কালাম আজাদের নির্দেশে জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমিনের গাড়িতে হামলা হয়েছে বলে কেন্দ্রীয় দপ্তরে অভিযোগপত্র জমা হয়। ওই হামলায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীবসহ আরও কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে এমপি আবুল কালাম আজাদকে সাংগঠনিক নির্দেশক্রমে অব্যাহতি দেওয়া হলো।

নোটিশে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে তাঁকে কেনো সংগঠন থেকে বহিষ্কার করা হবে না–তার ব্যাখ্যাসহ লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে হবে।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৭ মার্চ ঐতিহাসিক এই দিবসটি পালনের দিন কুমিল্লার চান্দিনায় দাওয়াত না পাওয়ার অভিযোগ এনে সংসদ সদস্য আবুল কালাম আজাদের লোকজন সভায় হামলা চালায়। পরে আমার গাড়ি ভাঙচুর করে। এর প্রেক্ষিতেই বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রীর কাছে অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে দল ব্যবস্থা নিয়েছে।’

এ বিষয়ে জানতে সংসদ সদস্য আবুল কালাম আজাদের মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

উল্লেখ্য, আবুল কালাম আজাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা-৪ দেবিদ্বার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে, তিনি দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

সমন্বয়ক পরিচয়ে ঘরে ঢুকে তল্লাশি, গ্রামবাসীর হাতে আটক ৫

নোয়াখালীতে ঘরে চোর দেখে চিৎকার, বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন কমিটির শীর্ষ নেতারা

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

সাজেকে ৪ ঘণ্টা ধরে পুড়ল রিসোর্টসহ ৯৪ স্থাপনা, পর্যটকদের যেতে মানা

চট্টগ্রামে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২

চট্টগ্রামে হত্যার পর লাশ গুম, ঠিকাদারের মৃত্যুদণ্ড

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে সংহতি জানালেন হাসনাত

শিক্ষিকার প্রহারে গুরুতর আহত শিশুশিক্ষার্থী

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু