হোম > সারা দেশ > চট্টগ্রাম

নবম শ্রেণির ছাত্রকে মারধরের ঘটনায় দশম শ্রেণির ৭ শিক্ষার্থী বহিষ্কার

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

সতীর্থকে মারধরের পরও কোনো অনুশোচনা নেই অভিযুক্ত শিক্ষার্থীদের। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দশম শ্রেণির ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম।

গত ১৪ নভেম্বর দুপুরে নবম শ্রেণির ছাত্র ফয়সাল আহমেদ টিফিনের বিরতিতে বাড়ি ফেরার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেণির ৭ শিক্ষার্থী তাঁকে পাশের আজম খান মাঠে নিয়ে যায়। সেখানে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর অবস্থায় ফয়সালকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর, আহত ফয়সালের মা ইয়াসমিন আক্তার ১৭ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৯ নভেম্বর ইউএনও অভিযুক্ত শিক্ষার্থীদের বক্তব্য শোনেন। পরবর্তী সময়ে, তাদের দোষী সাব্যস্ত করে প্রধান শিক্ষক মমিনুল হক ভূঁইয়াকে তাদের বহিষ্কার করার নির্দেশ দেন।

প্রধান শিক্ষক মমিনুল হক ভূঁইয়া বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে ঘটে যাওয়া এ ঘটনাটি দুঃখজনক। আমরা আহত শিক্ষার্থীকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছি। পরে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।’

এ বিষয়ে ইউএনও স ম আজহারুল ইসলাম বলেন, ‘অন্যায় করার পর অভিযুক্ত শিক্ষার্থীদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। তাই, তাদের শাস্তি দেওয়া হয়েছে। এ ধরনের ব্যবস্থা না নিলে তারা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।’

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

সেকশন