হোম > সারা দেশ > কক্সবাজার

আইনজীবী সহকারীকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় আইনজীবী সহকারীকে তুলে নিয়ে আটকে রেখে মারধরের ঘটনায় উপজেলার উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। গতকাল সোমবার ইউপি চেয়ারম্যান, পাঁচ গ্রাম পুলিশসহ ৯ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। 

আইনজীবী সহকারী হোছাইন আলী বলেন, অটোরিকশা থেকে তুলে নিয়ে ইউনিয়ন পরিষদে বেঁধে রেখে ইউপি চেয়ারম্যান তাঁকে নির্যাতন করেছেন। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছিলেন, কিন্তু এর তৎপরতা না থাকায় কক্সবাজার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আজিম উদ্দিন ও সিকদারপাড়ার শফিউল আলমদের সঙ্গে আইনজীবী সহকারীর পারিবারিক বিরোধ রয়েছে। গত ২ জুলাই সকালে অটোরিকশাযোগে আদালতে যাওয়ার পথে উত্তর ধুরুং পরিষদের সামনে থেকে চেয়ারম্যান গ্রাম পুলিশদের পাঠিয়ে তাঁকে তুলে নিয়ে পরিষদের হলরুমে আটকে রেখে নির্যাতন করেন। 

বিষয়টি আইনজীবী অ্যাসোসিয়েশনের মাধ্যমে পুলিশকে জানানো হয়। পুলিশ গিয়ে হোছাইন আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

এ বিষয়ে জানতে চাইলে মামলার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আজম আজকের পত্রিকাকে বলেন, আইনজীবী সহকারীকে রাস্তা থেকে তুলে পরিষদে বেঁধে নির্যাতনের ঘটনায় কক্সবাজার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। বিচারক মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ